এটি অত্র গ্রামের প্রাচীন বিদ্যাপীঠ। পুরাতন ভবনের সাথে PDEP নির্মিত আরো একটি দ্বিকক্ষ বিশিষ্ট বিল্ডিং আছে। এর মাঠটি সংকীর্ণ ও নিচু। যা বর্ষাকালে জলাবদ্ধ থাকে। ফলে বিবিধ অসুবিধার অবস্থান করছে।
এর ইতিহাস খুবই উর্ধর। যা অত্র গ্রামের কচি কাঁচাদের ভবিষ্যৎ বিনিমার্ণ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ফলে এ গ্রামের সাক্ষরতা উল্লেখ্যেযোগ্য হারে রয়েছে। বিভিন্ন বৈপরীরিত্ত্বের মাঝে এ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে অনেক লোক নানা পেশায় নিয়োজিত। যথাযথ নিয়মে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।
শিশু শ্রেণী-১৭৫ জন, প্রথম শ্রেণী-৯০ জন, দ্বিতীয় শ্রেণী-৬৫ জন, তৃতীয় শ্রেণী-৫২ জন, চতুর্থ শ্রেণী-৪৩ জন, পঞ্চম শ্রেণী-৩৩ জন।
বর্তমান পরিচালনা কমিটির সদস্য -১২ জন।
২০০৮ সালে পরীক্ষার্থী-২৪ জন, পাশ করে ২০ জন। ২০০৯ সালে পরিক্ষার্থী ২২ জন,পাশ করে ১৫ জন। ২০১০ সালে পরিক্ষার্থী -২৫ জন, পাশ করে ১৯ জন। ২০১১ সালে পরীক্ষার্থী-২০ জন পাশ করে ২০ জন। অর্থাৎ শতভাগ।
যথাসময়ে বিদ্যালয় শুরু ও শেষ হয়। দৈনিক সমাবেশ পরিষ্কার পরিছন্নতার কাজ। শারীরিক শিক্ষা ও নিয়মিত খেলা ধূলা মূল্যায়ন।
শত ভাগ পাশের হার অজন।
শত ভাগ পাশের হারের ধারাবাহিকতা ধরে রাখা ও শিক্ষার গুণ গত মান অর্জন। সাথে সাথে প্রাথমিক বৃত্তিলাভ । অবকাঠামোগত উন্নয়ন।
০১৭১৬৮০৯৭৮৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস